উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের অপেক্ষায় আন্দোলনকারীরা

উপদেষ্টা পরিষদের জরুরি মিটিং শেষে কী সিদ্ধান্ত দেওয়া হয়, রাজধাণীর শাহবাগে সেই অপেক্ষায় রয়েছেন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আন্দোলনরতরা। তাদের দাবি, এই বৈঠকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

শনিবার (১০ মে) রাত ৯টায় শাহবাগে আন্দোলনকারীদের মধ্যে এমন চিত্র দেখা গেছে। এর আগে রাত ৮টার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। নিষিদ্ধ না হলে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবেন বলেও জানান তিনি। 

সরেজমিনে দেখা যায়, উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন আন্দোলনকারীরা। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করে এখনও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নানান স্লোগান দিচ্ছেন তারা। 

এর আগে রাত ৮টায় জরুরি বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ।

প্রসঙ্গত, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ডাকে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে আজ শনিবার (১০ মে) রাত ৯টা পর্যন্ত ৪৭ ঘণ্টার আন্দোলন চলমান রয়েছে। প্রথমে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করলেও পরবর্তী সময়ে শাহবাগ অবরোধ করেন তারা।