এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অন্যান্য দলের নেতাকর্মীরা শনিবার (১০ মে) দিবাগত রাত ৪টায় চলে যাওয়ার পর একই মঞ্চে আবারও অবস্থান নিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের শতাধিক সদস্য। এ সময় তারা জুলাই সনদ ঘোষণা না পাওয়া পর্যন্ত শাহবাগে থাকার ঘোষণা দেন। শাহবাগের চারটি প্রবেশ পথে ব্যারিকেড দিয়ে দিয়েছেন তারা।

এসময় মাইকে স্লোগান দেওয়া হয়‑ জুলাইয়ের গাদ্দার হুঁশিয়ার সাবধান, যোদ্ধাদের অবমূল্যায়ন মানবো না। এসময় ফার্মগেট ও সায়েন্স ল্যাব সড়কের যানবাহন মৎস্য ভবন মোড় হয়ে হেয়ার রোড দিয়ে চলাচল করে।

এ সময় দাবি আদায় না হলে সারা দেশের আহত ও শহীদ পরিবারের সদস্যদের ঢাকায় এনে বড় আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা।494575540_2175953889531173_8655252949242875638_n(1)

জুলাই গণঅভ্যুত্থানে আহত আল আমিন ইসলাম সোয়াইব মাইকে ঘোষণা দিয়ে বলেন, আহত ও শহীদ পরিবারের সাথে কথা না বলে আন্দোলন বন্ধ করা আমাদের প্রতি অমানবিক আচরণ। আমরা চিকিৎসা পাচ্ছি না। সরকার কোনও খবর নিচ্ছে না। তাই জুলাই সনদ না পাওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো। আমরা কতদিন মাঠে থাকবো রবিবার (আজ) সিদ্ধান্ত জানানো হবে।

494571288_575307815125198_8860859102688547372_nএকই কথা জানান আরেক সংগঠক হাবিবুর রহমান। তিনি অভিযোগ করেন, এনসিপির নেতাদের কথায় তারা এখানে এসেছেন। কিন্তু হাসনাত আব্দুল্লাহ আমাদের সাথে কথা না বলে আন্দোলন বন্ধ করে জুলাইযোদ্ধাদের সাথে গাদ্দারি করেছেন। অথচ এই সরকার আমাদের রক্তের ওপর প্রতিষ্ঠিত। সরকার আমাদের কোনও খোঁজ-খবর নিচ্ছে না।

তিনি বলেন, আজ রবিবার ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহত যোদ্ধারা আন্দোলনে অংশগ্রহণ করার পর পরবর্তী কর্মসূচি জানানো হবে।