ইসিতে নিবন্ধনের আবেদন জানিয়েছে সাকা চৌধুরী প্রতিষ্ঠিত এনডিপি

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। দলটি প্রতিষ্ঠা করেছিলেন বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী)। যিনি যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন।

রবিবার (২৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান দলটির বর্তমান চেয়ারম্যান মো. আবু তাহের।

আবু তাহের বলেন, ‘ইসির সঙ্গে আমাদের নিবন্ধন সংক্রান্ত আলোচনা হয়েছে। অতীতে স্বৈরাচার সরকার আমাদের দলীয় নিবন্ধন না দিলেও আমরা সব শর্ত পূরণ করেছিলাম। একমাত্র কারণ ছিল, দলটির সঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরীর সম্পৃক্ততা। তিনি এই দলের মহাসচিব ছিলেন বলেই মূলত নিবন্ধন দেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের কাছে পরিষ্কারভাবে বলেছি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এনডিপির নেতাকর্মীরা বরাবরই সক্রিয় ছিল। আমরা চাই, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মযজ্ঞ ও জাতীয় রাজনীতিতে অংশগ্রহণের ভিত্তিতে আমাদের দলকে নিবন্ধন দেওয়া হোক।’

এ সময় আরও উপস্থিত ছিলেন এনডিপির মহাসচিব আব্দুল্লাহ হারুন সোহেল, প্রেসিডিয়াম সদস্য মুসা মন্ডল, জামিল আহমেদ ও মিজানুর রহমান পাটোয়ারী।