তাপসের জন্য ডিএসসিসি’র শ্রমিক লীগ নেতা শেখ কামালের নির্বাচনি গান

শেখ ফজলে নূর তাপস ও শেখ কামাল হোসেনঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের প্রচারণার লক্ষ্যে একটি গান তৈরি করেছেন শেখ কামাল হোসেন। তিনি ডিএসসিসি’র শ্রমিক-কর্মচারী লীগের সাধারণ সম্পাদক। এটি এখন নগরীর অলিগলিতে বাজছে।

গানটি লিখেছেন ও সুর করেছেন শিল্পী নিজেই। এর কথায় তিনি তুলে ধরেছেন, ঢাকাবাসী ও জনগণের মনের ভাষা বুঝে ডিএসসিসি মেয়র পদে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

মেয়র নির্বাচিত হলে ঢাকাকে ইতিবাচকভাবে বদলে দেওয়া ও সেবার মান নিশ্চিতকরণে তাপসের প্রতিশ্রুতিও গানে উঠে এসেছে। এছাড়া তাকে নগরপিতা করতে ভোট দিয়ে বুড়িগঙ্গা বাঁচানোর আহ্বান জানানো হয়েছে।

তাপসের নির্বাচনি প্রচারণায় শেখ কামাল হোসেনতাপসের জন্য গান তৈরি প্রসঙ্গে শেখ কামাল হোসেন বলেন, ‘তার প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থেকেই গানটি সাজিয়েছি। গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভালো সাড়া পাচ্ছি। সারা ঢাকা শহরে বাজছে চল যাই চল যাই। নির্বাচনি গানগুলোর মধ্যে এটাই এখন শীর্ষে আছে।’

গানটিতে শিল্পীর সঙ্গে সমবেত কণ্ঠ দিয়েছেন বিজয় সংগীত একাডেমির তরুণ-তরুণীরা। মিউজিক ভিডিওতেও অংশ নিয়েছেন তারা। এর সংগীতায়োজন করেছেন আশরাফ ফারুক। ইউটিউবে আশিক ভিশন চ্যানেলে এটি উন্মুক্ত হয়েছে।

* ‘চল যাই চল যাই’ গানের ভিডিও: