ডাচ বাংলা ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

ডাচ বাংলা ব্যাংকপুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ বাংলা ব্যাংক লিমিটেড গত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হওয়া বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ দেবে প্রতিষ্ঠানটি। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
গত ১৫ মার্চ ডাচ বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ ঘোষণা করা হয়।
নিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী, গত বছর ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ৮ টাকা ৬৮ পয়সা।
আগামী ২৭ এপ্রিল রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ডাচবাংলা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।