প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের ২ কোটি টাকা অনুদান

প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হচ্ছে, (ডানে) শেখ হাসিনাকরোনাভাইরাস মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণ ও ত্রাণ তহবিলে আর্থিক অনুদান হিসেবে দুই কোটি টাকা দিলো ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড। গত ২৯ মার্চ বিকালে অনুদানের চেক দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাখাওয়াত হোসেন ও এর মালিকানাধীন হোটেল ওয়েস্টিনের জেনারেল ম্যানেজার ড্যানিয়েল মুহর।

চেকটি গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস। তার কক্ষ থেকে শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন মো. সাখাওয়াত হোসেন ও ড্যানিয়েল মুহর।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের সিইও জানান, তাদের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নূর আলী দেশের ক্রান্তিলগ্নে মানুষের জন্য কাজ করেছেন এবং ভবিষ্যতে দেশের জন্য কাজ করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ।

এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড এবং দি ওয়েস্টিন ঢাকার কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।