কুর্মিটোলা হাসপাতালে ইনটিউবেশন হেডবক্স দিলো এন. মোহাম্মদ গ্রুপ

কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে ইনটিউবেশন হেডবক্স দিচ্ছে এন. মোহাম্মদ গ্রুপ

কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে ইনটিউবেশন হেডবক্স উপহার দিলো চট্টগ্রামের প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এন. মোহাম্মদ গ্রুপ। প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজার (করপোরেট সেলস) আবু তাহমিদ এগুলো হস্তান্তর করেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ এসব সুরক্ষা বক্স গ্রহণ করেন।
কর্তৃপক্ষ জানায়, ইনটিউবেশন হেডবক্স স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় একটি অতিরিক্ত স্তর গড়ে দেয়। আইসিইউতে কোভিড-১৯ রোগীর ইনটিউবেটিং করা চিকিৎসক-নার্সদের জন্য উচ্চ-ঝুঁকির প্রক্রিয়া। এই বক্স ইনটিউবেশন পদ্ধতির সময় রোগীর মাধ্যমে উৎপাদিত অ্যারোসোল ধারণ করে ঝুঁকি কমাবে। তাই স্বাস্থ্যকর্মী ও রোগী উভয়ের জন্য এটি অতিরিক্ত সুরক্ষা প্রদান করে।
করোনাভাইরাস মোকাবিলায় এসব ইনটিউবেশন হেডবক্স নিজস্ব কারখানায় উৎপাদন করে বিনামূল্যে বিভিন্ন হাসপাতালে দিচ্ছে এন. মোহাম্মদ গ্রুপ। এর আগে গত ২৫ এপ্রিল চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইনটিউবেশন হেডবক্স প্রদান করেছে প্রতিষ্ঠানটি।