বিআইএফএফএলের নতুন সিইও

বিআইএফএফএলের নতুন সিইও এস. এম. আনিছুজ্জামানবাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন এস. এম. আনিছুজ্জামান। এটি সরকারের মালিকানাধীন দেশের অন্যতম বৃহৎ নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান। এটি পরিচালনা করে থাকে অর্থ মন্র্নণালয়।

এস. এম. আনিছুজ্জামান এর আগে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। পেশাদার ব্যাংকার হিসেবে দীর্ঘ ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা তার।

দেশের বেশ কয়েকটি ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন আনিছুজ্জামান। তিনি যমুনা ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল শাখার প্রধান ছিলেন। ব্যাংকিং পেশায় সাফল্যের স্বীকৃতি হিসেবে একাধিকবার সেরা ব্যবস্থাপক পুরস্কার লাভ করেন।

দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছেন এস. এম. আনিছুজ্জামান। তিনি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে এমবিএ করেছেন। পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন তিনি।