সোশ্যাল ইসলামি ব্যাংকের ৫৩ ও ৫৪তম উপশাখার উদ্বোধন

 

সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেডের ৫৩ ও ৫৪তম উপশাখার উদ্বোধনে অতিথিরাসোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ৫৩ ও ৫৪তম উপশাখার উদ্বোধন করা হয়েছে বুধবার (২৮ অক্টোবর)।

ব্যাংকের প্রধান কার্যালয় হতে ভার্চুয়াল প্লাটফর্মে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী প্রধান অতিথি হিসেবে নোয়াখালীর সেনবাগে সেবারহাট এবং চট্টগ্রামের মীরসরাইয়ে মিঠাছড়া উপশাখা দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক এবং মো. সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, বিসি অ্যান্ড জিবিডির প্রধান আব্দুল মোতালেব এবং মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলের আঞ্চলিক প্রধান (চলতি দায়িত্ব) সৈয়দ মো. সোহেল, জমিদারহাট ও বারৈয়ারহাট শাখার ব্যবস্থাপকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।