জীবাণুরোধী এসি বাজারে এনেছে ইলেকট্রোমার্ট

1দেশে প্রথমবারের মতো জীবাণুরোধী ফিল্টার-যুক্ত এসি বাজারে নিয়ে এসেছে ইলেকট্রোমার্ট লিমিটেড। সর্বাধুনিক প্রযুক্তির এই গ্রি এসি চিনের ‘গুয়াংডং ডিটেকশন সেন্টার অফ মাইক্রোবায়োলজি’ থেকে পরীক্ষিত ও সনদপ্রাপ্ত। ঘরে জীবাণু সংক্রমণ রোধ করার জন্য এই এসিগুলোয় ছয় রকমের বিশেষ ফিল্টার বসানো হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই এসির ফিল্টারগুলো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াকে নিস্তেজ করে রাখতে কাজ করে। এর ‘অ্যাকটিভেটেড কার্বন ইলেকট্রোস্টাটিক ফিল্টার’ ঘরের বাতাস থেকে ধূলিকণা শোষণ করে নেয়। ‘ন্যানো ডিওডোরাইজিং ফিল্টার’ ফটোক্যাটালিস্ট হিসেবে কাজ করার পাশাপাশি ঘর থেকে অ্যামোনিয়ার মতো ক্ষতিকর গ্যাস দূর করতেও ভূমিকা রাখে।