করপোরেট গভর্নেন্সের জন্য আইসিএবি-এর স্বীকৃতি পেলো প্রাইম ব্যাংক

nonameকরপোরেট গভর্নেন্সের জন্য ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর স্বীকৃতি পেলো প্রাইম ব্যাংক। আইসিএবি এর ২০তম বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট ২০১৯ ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে করপোরেট গভর্নেন্স ক্যাটেগরিতে ‘সার্টিফিকেট অব মেরিট’ পুরস্কার অর্জন করে ব্যাংকটি।

গত ২৬ নভেম্বর বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এর কাছ থেকে প্রাইম ব্যাংকের কোম্পানি সেক্রেটারি পুরস্কারটি গ্রহণ করেন।

করপোরেট গভর্নেন্স, স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধতার অংশ হিসেবে প্রাইম ব্যাংক বার্ষিক প্রতিবেদনে সামগ্রিকভাবে আর্থিক ফলাফল প্রকাশ করে। এর ফলে শেয়ারহোল্ডার, গ্রাহক ও স্টেক হোল্ডাররা ব্যাংকের অপারেশনস ও আর্থিক সক্ষমতা সম্পর্কে অবগত থাকতে পারে।