গ্রামীণফোনের সিকিউরড ইন্টারনেট সেবা নিবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) তাদের ব্যাংকিং সেবাকে আরও যুগোপযোগী, সহজতর ও ডিজিটালাইজেশনের লক্ষ্যে গ্রামীণফোনের মেশিন টু মেশিন (এমটুএম) সল্যুশনের এর মাধ্যমে সিকিউরড ইন্টারনেট সেবা ‘স্মার্ট কানেক্ট’ গ্রহণ করতে চুক্তিবদ্ধ হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এ চুক্তির আওতায় গ্রামীণফোন রাকাবের ৩৮৩টি শাখাসহ ব্যাংকের প্রধান কার্যালয়ে নিরবিচ্ছিন্ন ও নিরাপদ ‘ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক’ (ভিপিএন) সেবা প্রদান করবে। ফলে, ব্যাংকিং কার্যক্রম হবে আরও উন্নত ও গ্রাহকবান্ধব। ‘স্মার্ট কানেক্ট’ প্রযুক্তি দেশের উত্তর-পশ্চিমাঞ্চল জুড়ে ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করবে।

এই বিষয়ে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার কাজী মাহবুব হাসান বলেন, ‘দেশজুড়ে কানেক্টিভিটির মাধ্যমে ডিজিটাল সেবা নিশ্চিতে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে গ্রামীণফোন। তাদের ডিজিটাল রূপান্তরের যাত্রায় গ্রামীণফোনের সঙ্গে অংশীদারিত্ব করার জন্য আমি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) প্রতি কৃতজ্ঞ। গ্রামীণফোন ও রাকাব – দুটি প্রতিষ্ঠানই ডিজিটালাইজেশনের সক্ষমতায় বিশ্বাসী, এই চুক্তি তারই প্রমাণ।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ইদ্রিছ এবং গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার কাজী মাহবুব হাসান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নিরীক্ষা, হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামিল বুরহান ফিরদৌস, আইসিটি বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আবুল কালাম, ঋণ ও অগ্রিম বিভাগ-১ এর বিভাগীয় প্রধান শওকত শাহীদুল ইসলাম, কেন্দ্রীয় হিসাব বিভাগ-১ এর বিভাগীয় প্রধান মো. মজনূর রহমান, আইসিটি বিভাগের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ হুমায়ুন কবির, আইসিটি বিভাগের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. নাজবুল হক, আইসিটি বিভাগের অপারেশন ম্যানেজার মো. নাজমুল বাশার, আইসিটি বিভাগের সিস্টেম অ্যানালিস্ট ফজলে রাব্বি সালেক আহমেদ।

আরও উপস্থিত ছিলেন, গ্রামীণফোনের রাজশাহী সার্কেল বিজনেস হেড আশফাকুজ্জামান চৌধুরী, ডিরেক্টর বিজনেস ডিভিশন এম শাওন আজাদ, হেড অব বিজনেস গভর্নেন্স মোহাম্মদ সিরাজ উদ্দিন লস্কর, সার্কেল এইচ আর হেড ফয়সাল আহমেদ, রাজশাহী সার্কেল এসএমই হেড মো. আশরাফ হোসাইন (মিশু), কি একাউন্ট ম্যানেজার আরিফুল হক মজুমদারসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।