ইস্পাহানি-র কর্ণধারের হাতে উন্নত চায়ের চারা তুলে দিলেন বাণিজ্যমন্ত্রী

জাতীয় চা দিবসে ইস্পাহানি টি লিমিটেডের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানির হাতে চায়ের উন্নত জাতের ক্লোন বিটি-২২ এবং বিটি-২৩ এর চারা তুলে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। চা শিল্পে অবদানের স্বীকৃতি ও ইস্পাহানির চা বাগানগুলোতে এ গাছের চাষের মাধ্যমে ভবিষ্যতে চায়ের মানকে আরো উন্নত করতে এ গাছের চারা উপহার দেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইস্পাহানি টি লিমিটেড।

শুক্রবার (৪ জুন) ‘প্রথম জাতীয় চা দিবস-২০২১’ উপলক্ষে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ চা বোর্ড। অনুষ্ঠানে উন্মোচন করা হয় বাংলাদেশে উদ্ভাবিত উন্নত মানের চায়ের চারা বিটি-২২ ও বিটি-২৩। উন্নত মানের জাত দুইটি উদ্ভাবন করেছে বাংলাদেশের চা গবেষণা প্রতিষ্ঠান বিটিআরআই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এতে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দীন। এছাড়াও বাংলাদেশের চা শিপ্লের সাথে জড়িত ব্যক্তিরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।