প্রয়োজনে ব্যবহার করুন ‘উবার’

গত এক বছরেরও বেশি সময় ধরে করোনার কারণে ঘর থেকে বের হওয়ায় দায় হয়ে পড়েছে। এই পরিস্থিতি শুধু মানুষের জীবনেই না দেশের অর্থনীতির উপরেও জোঁকের মতো ছেপে বসে আছে। সাধারণ মানুষের উপর যার প্রভাব কখনও কখনও করোনাভাইরাসের আতঙ্কের চাইতেও বেশি।

বর্তমানে দেশের প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণের নিরলস চেষ্টা করছে এবং অনেক সার্ভিস পুনরায় চালু করেছে যেন ক্ষুধায় অন্তত কেউ মারা না যায়। এমতাবস্থায় জীবিকা নির্বাহের তাগিদে ঘরের বাইরে বের হওয়া ছাড়া মানুষের, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের আর কোনও পথ খোলা থাকছে না।

তবে ভয় নেই। জীবিকা নির্বাহের তাগিদে নিরাপদে বাইরে বের হওয়া বা যাতায়াতের দুশ্চিন্তা মুক্ত রাখতে আপনার পাশে পাবেন উবারের মতো বিভিন্ন রাইড শেয়ারিং সার্ভিস। রাইড শেয়ারিংয়ের মাধ্যমে নিরাপদে আয় উপার্জনের সুযোগ পাবেন চালকরা আর যাত্রীরা পাবেন নিরাপদে চলাচলের সুযোগ। পাশাপাশি প্রতিটি ট্রিপে চালক ও যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক এবং ট্রিপের আগে-পরে গাড়িটি নিয়মিত স্যানিটাইজ করা হয়।

যাত্রী ও চালকদের জন্য কিছু রাইড অপশনগুলো হলো –

ঢাকা বা চট্টগ্রাম শহরের মধ্যে যেকোনও স্থানে জরুরি প্রয়োজনে বা হাসপাতালে যেতে, মিটিং, কেনাকাটা করার জন্যই হোক বা আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়ানোর ক্ষেত্রেই হোক; সব ক্ষেত্রেই সহায়ক হবে উবার এক্স।

বিভিন্ন ব্যবসায়ীক মিটিং বা কোনও ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে ব্যবহার করতে পারেন উবার প্রিমিয়ার। আপনার আভিজাত্যের সঙ্গে মানানসই সর্বাধুনিক গাড়িগুলোই পাবেন উবার প্রিমিয়ারে।

ঢাকা বা চট্টগ্রাম শহরের আশেপাশের শহরে যেতে ব্যবহার করতে পারেন উবার ইন্টারসিটি। এ ছাড়াও যদি আপনি সারাদিন ঢাকায় ঘুরতে চান নিতে পারেন উবার রেন্টালস। রেন্ট-এ-কারের মতোই উবার রেন্টালস’র মাধ্যমে সারাদিন গাড়ি নিয়ে বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়।