সাকিবের সংগ্রহে যুক্ত হলো এক্সএসআর-১৫৫ মডেলের বাইক

বাংলাদেশে বিশ্বখ্যাত মোটরবাইক ব্র্যান্ড ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। বাইকপ্রেমী সাকিব সময় পেলেই বেরিয়ে পড়েন পছন্দের বাইক নিয়ে। তার সংগ্রহে রয়েছে ইয়ামাহার বেশকিছু মডেলের বাইক। এবার সাকিবের সংগ্রহে যুক্ত হলো এক্সএসআর-১৫৫ মডেলের বাইক।

সম্প্রতি রাজধানীর এসিআই সেন্টারে এক অনুষ্ঠানে তার হাতে নতুন এই বাইকটি তুলে দেওয়া হয়। ১৫৫ সিসির নিও রেট্রো ডিজাইনের এই বাইকটি ইয়ামাহার রেসিং হেরিটেজের কথা মনে করিয়ে দেয়। বাইকটি অন রোড এবং অফ রোড দুই কন্ডিশনেই অসাধারণ পারফরমেন্স দেয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিআই মটরস’র নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ও এসিআই মটরস’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রসঙ্গত, এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরবাইকের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য কোম্পানি এসিআই লিমিটেড’র একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ৭৮টি ৩এসডিলার পয়েন্ট ও ২টি ফ্লাগশিপ শো-রুম রয়েছে।