প্রথম ব্যাচের তৃতীয় লিঙ্গের কর্মীদের প্রশিক্ষণ দিলো ফুডপ্যান্ডা

তৃতীয় লিঙ্গের কর্মী নিয়োগ দিয়ে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় ডেলিভারি উপকরণ ও সরঞ্জাম প্রদান করেছে ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। প্রতিষ্ঠানটি বলছে, হিজড়া, লিঙ্গ বৈচিত্র্য ও লিঙ্গ রূপান্তরিত জনগোষ্ঠীর কর্মীদের এটা প্রথম ব্যাচ। প্রাথমিকভাবে চট্টগ্রাম ও ঢাকায় ২০ জন তৃতীয় লিঙ্গের কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের হিজড়া, লিঙ্গ বৈচিত্র্য ও লিঙ্গ রূপান্তরিত সম্প্রদায়ের সদস্যদের ক্ষমতায়নে নিবেদিত সংস্থা ট্রান্সেএন্ড’র সহায়তায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে ফুডপ্যান্ডা রাইডারদের কয়েক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ প্রদান করেছে। প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার (১৭ জুন) চট্টগ্রামে তাদের আঞ্চলিক কার্যালয়ে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের মাঝে প্রয়োজনীয় ডেলিভারি উপকরণ ও সরঞ্জাম প্রদান করা হয়েছে।

ফুডপ্যান্ডা বলছে, দীর্ঘকাল ধরে আমাদের সমাজে হিজড়া, লিঙ্গ বৈচিত্র্য ও লিঙ্গ রূপান্তরিত মানুষদের উপেক্ষা করা হচ্ছে। মূলধারার সমাজ এবং ডিসকোর্স থেকে তাদের বাদ দেওয়া, তাদের কর্মসংস্থান এবং অর্থনৈতিক অংশগ্রহণকে সীমাবদ্ধ করেছে। শেষ কয়েক বছরে সরকারের প্রচেষ্টার কারণে এই বাস্তবতা ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছে। বাংলাদেশ সরকারের লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে ফুডপ্যান্ডা বিশ্বাস করে, আরও বেশি অন্তর্ভুক্তমূলক দেশ গঠনের ফলে এমন একটি অর্থনীতি ও সমাজ গঠিত হবে, যার মাধ্যমে দেশ আরও সুদৃঢ়ভাবে সামনে এগিয়ে যাবে।

নতুন এই কর্মীরা ছাড়াও হিজড়া, লিঙ্গ বৈচিত্র্য ও লিঙ্গ রূপান্তরিত সম্প্রদায়ের আরও বেশ কয়েকজন সদস্য ইতোমধ্যে ফুডপ্যান্ডার প্যান্ডামার্ট ডার্ক স্টোরে ওয়্যারহাউস কর্মী হিসেবে কাজ করছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।