মডেল ফার্মেসি ‘কেয়ার বক্স’র যাত্রা শুরু

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেরা মানের সেবা দেওয়ার লক্ষ্যে রাজধানীর মনিপুরী পাড়ায় যাত্রা শুরু করলো মডেল ফার্মেসি ‘কেয়ার বক্স’। শুক্রবার (২৫ জুন) ফার্মেসিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. মো. হাবিবে মিল্লাত, কবি মোহন রায়হান, কোয়ার বক্স’র কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী।

২৪ ঘণ্টা সেবাসহ চারটি সেবা দেবে কেয়ার বক্স। সেগুলো হলো পারসোনাল কেয়ার, ডাক্তার এবং ই-কমার্স। এখানে প্রয়োজনীয় সব ধরনের ওষুধের বাইরেও পাওয়া যাবে এক ঘণ্টায় টেস্টের রিপোর্ট এবং অনলাইনে ওষুধ কেনার সুযোগ। এ ছাড়া কেয়ার বক্সে বিদেশ ফেরত কনসালটেন্ট ডাক্তার দেখাতে লাগবে না কোনও ভিজিট। এমনকি টেস্টের রিপোর্টও মিলবে সর্বনিম্ন খরচে।

কেয়ার বক্স’র ডিরেক্টর ও সিইও তাপস এস নিকোলাস বলেন, বাংলাদেশের ক্রেতাদেরকে ভেজাল মুক্ত ওষুধ, স্বাস্থ্যের যত্ন, ডিজিটাল কিওস্কের মাধ্যমে নিজের একান্ত ব্যক্তিগত পণ্য কেনার সুবিধা এবং অল্প সময়ে হোম ডেলিভারিসহ আধুনিক সব ব্যবস্থাই আমরা এখানে করছি।

আরও জানতে ভিজিট করুন: www.care-box.com