আগা খান স্কুলের শিক্ষার্থীদের ‘গ্র্যাজুয়েশন সেরেমনি’ অনুষ্ঠিত

রাজধানীর আগা স্কুলের ২০২১-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘গ্রাজুয়েশন সেরেমনি’ অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের আবাসিক প্রতিনিধি মুনির এম মেরালি। এসময় আরও যুক্ত ছিলেন স্কুলের প্রিন্সিপাল ড. ডেল টেইলর, আগা খান এডুকেশন সার্ভিসের চেয়ারম্যান আমিন সালেহ প্রমুখ।

আগা খান কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে মুনির এম মেরালি স্কুল শেষ করা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের প্রান্তিক ও পিছিয়ে পড় জনগোষ্টিকে সাহায্য করার আহ্বান জাইনয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাজুয়েশন ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে ৭৫ জন বিশ্বের আটটি দেশের ৯২ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেয়েছে। সেই সঙ্গে তারা সম্মিলিতভাবে তারা ১৩ লাখ ডলারের স্কলারশিপেরও প্রস্তাব পেয়েছে।