গেমিং ল্যাপটপ নিয়ে এলো ওয়ালটন

গেমিং ল্যাপটপ বাজারে ছাড়লো ওয়ালটন। সাশ্রয়ী মূল্যের মাল্টিটাস্কিং সুবিধা ও উন্নত ফিচারের ওয়াক্স জাম্বো সিরিজের ল্যাপটপটি ইতোমধ্যে গেমারদের মাঝে সাড়া ফেলেছে।

গেমিং ল্যাপটপটির মডেল হলো ডাব্লিউডব্লিউজিএল৭১০এইচ। এতে ব্যবহৃত হয়েছে ইন্টেলের দশম প্রজন্মের প্রসেসর, এনভিডিয়া’র ৬ গিগা জিফোর্স জিটিএক্স ৩০৬০ গ্রাফিকস কার্ড, ১৬ জিবি র‌্যাম, এক টেরা সলিড স্টেট ড্রাইভ ইত্যাদি।

ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও কম্পিউটার প্রোডাক্ট বিভাগের প্রধান নির্বাহী লিয়াকত আলী জানান, গ্রাফিকসের ভারী কাজ ও ছবি বা ভিডিও এডিটিংয়ের জন্য আদর্শ এই ল্যাপটপ। এর দাম এক লাখ ৮৯ হাজার ৯৫০ টাকা।

এতে আছে ১৫ দশমিক ৬ ইঞ্চির ফুল এইচডি ম্যাট আইপিএস এলইডি ব্যাকলিট ডিসপ্লে। রেজুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল। এর র‌্যাম ৩২ জিবি পর্যন্ত বাড়ানোর সুযোগ আছে। 

-বিজ্ঞপ্তি