মার্কেন্টাইল ব্যাংক ও নটরডেম ইউনিভার্সিটির মধ্যে চুক্তি স্বাক্ষর

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশ-এর মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এই চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড তার ডিজিটাল ব্যাংকিং সার্ভিস ‘এমবিএল রেইনবো’ এবং কালেকশন বুথের মাধ্যমে নটরডেম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের টিউশন ফি, অ্যাডমিশন ফি এবং অন্যান্য ফি সংগ্রহের দায়িত্ব পেল। সোমবার (১২ জুলাই) ওই চুক্তি সই হয়।  মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী  কামরুল ইসলাম চৌধুরী এবং নটরডেম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. ফাদার প্যাট্রিক ডি. গ্যাফেনী চুক্তিতে সই করেন।

মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপ-ব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হান, শামীম আহমেদ, হাসনে আলম ও মাহমুদ আলম চৌধুরী এবং নটরডেম ইউনিভার্সিটির রেজিস্ট্রার ফাদার অ্যাডাম এস. পেরেইরা, প্রক্টর ফাদার লরেন্স এন. দাসসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।