রূপগঞ্জের জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার ‘যৌক্তিক সমাধান’ চায় বিবিএমএ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস লিমিটেডের জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিবিএমএ)। সেই সঙ্গে এই ঘটনার ‘যৌক্তিক সমাধানের’ দাবি জানিয়েছেন সংগঠনটি। প্রসঙ্গত, হাসেম ফুডস লিমিটেড বিবিএমএ-র সদস্য প্রতিষ্ঠান। 

গত ৮ জুলাই বিকালে কারখানার ওই অগ্নিকাণ্ডে শোক ও দুঃখ প্রকাশ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে মিডিয়াসহ সকল কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করছি পাশাপাশি যৌক্তিক সমাধানের জন্য সরকারের সকল মহলের সহযোগিতা ও সহমর্মিতা আশা করছি।

সংগঠনের সভাপতি মো. হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক সেখ শামিম উদ্দিন সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  প্রতিষ্ঠার শুরু থেকেই বিবিএমএ তার সদস্যদের সাথে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়েছে। অর্থনীতির গতিশীলতার পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সরকারের হাতকে সুদৃঢ় করার প্রয়াস অব্যাহত রেখেছে। বিবিএমএ সবসময় তার সদস্য ও সরকারের প্রতি আস্থাশীল এবং একসাথে কাজ মাধ্যমে দেশের উন্নয়নে অঙ্গীকারাবদ্ধ।