মানবতার কল্যাণে মীনা বাজার ও স্পৃহা ‘এবার একসাথে’

জেমকন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মীনা বাজারের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করলো এনজিও স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন।

গত বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে মীনা বাজারের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে উন্মোচিত হলো সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের জন্য মীনা বাজার ও স্পৃহা বাংলাদেশে’র যৌথ উদ্যোগ ‘এবার একসাথে’।  

উদ্যোগটির আওতায় মীনা বাজার প্রতি রবিবার তাদের সকল আউটলেটের প্রতিটি বিল থেকে অনুদান দেবে স্পৃহা বাংলাদেশকে। এই অনুদানের অর্থ দিয়ে স্পৃহা সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের ভবিষ্যৎ সুরক্ষায় যথাযোগ্য পদক্ষেপ গ্রহণ করবে। এছাড়াও মীনা বাজারের আউটলেটগুলোতে স্পৃহা’র শিশুদের তৈরি গ্রিটিং কার্ডের বুথ স্থাপন করা হবে। এ বুথ থেকে ক্রেতারা কার্ড কিনে শিশু ও তরুণদের কল্যাণে যত খুশি আর্থিক সহায়তা প্রদান করতে পারবেন। 

এই উদ্যোগের সফলতার মাধ্যমে অসংখ্য সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের পড়ালেখা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছে মীনা বাজার কর্তৃপক্ষ।

চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন মীনা বাজারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীন খান, অপারেশন হেড শামিম আহমেদ জায়গীরদার, লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এবং ব্র্যান্ড ও কমিউনিকেশন ম্যানেজার তাসনিম হোসেন। আরও উপস্থিত ছিলেন স্পৃহা বাংলাদেশ’র এক্সিকিউটিভ ডিরেক্টর আসগর আলী সাবরি, ডিরেক্টর মোহাম্মদ আনিসুল কবির জসির, ডেপুটি ডিরেক্টর ফারহা শারমিন, জেনারেল ম্যানেজার রোজানা হাফিজ এবং সিনিয়র গ্রোথ ম্যানেজার ফারহান ইমতিসার আহমেদ।