নিয়োগ প্রক্রিয়ায় কারিগরি সহযোগিতার জন্য টেলিটকের সঙ্গে পুলিশের চুক্তি

পুলিশে জনবল নিয়োগে আবেদন ও নিয়োগ প্রক্রিয়া আধুনিকায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে টেলিটক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে চুক্তি সাক্ষর করেছে বাংলাদেশ পুলিশ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর কাওরান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। 

টেলিটক জানিয়েছে, চুক্তির পরিপ্রেক্ষিতে পুলিশ বিভাগের জনবল নিয়োগে টেলিটক সকল ধরনের কারিগরি সহযোগিতা যেমন- অনলাইনে আবেদন গ্রহণ, এসএমএস এ আবেদন ফি গ্রহণ, অনলাইনে এডমিট কার্ড প্রদান, হাজিরা সিট প্রদান, প্রার্থীদের মোবাইলে নোটিফিকেশন ইত্যাদি প্রদান করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মো. আফজাল হোসেন এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাহাব উদ্দিনসহ উভয় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।