তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণে ডিজিটাল স্কলারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

তথ্যপ্রযুক্তি পেশা ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ‘ডিজিটাল স্কলার’ সম্প্রতি দুই বছর পূর্ণ করেছে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিলেন ডিজিটাল স্কলারের শিক্ষক-শিক্ষার্থীসহ তথ্যপ্রযুক্তি ব্যক্তিত্বরা। 

আয়োজকরা জানান, ডিজিটাল স্কলার থেকে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে প্রায় ৬২ হাজার মার্কিন ডলারের বেশি অর্থ উপার্জন করেছেন। ফলে ভাগ্য পরিবর্তন হয়েছে অনেক তরুণ ও তাদের পরিবারের। এ পর্যন্ত ২৮টি ব্যাচে প্রায় ১ হাজার ২০০’র বেশি শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছেন। তাদের মধ্যে বিভিন্ন মার্কেটপ্লেসে সফলভাবে ক্যারিয়ার গড়েছেন তিন শতাধিক শিক্ষার্থী।

ঢাকার মিরপুর ১০ নম্বর গোলচত্বরে শাহ আলী প্লাজায় স্মার্ট ক্যাম্পাস চালু করেছে ডিজিটাল স্কলার। এতে রয়েছে ডিজিটাল ক্লাসরুম, স্টুডেন্ট সাপোর্ট সেন্টার, অনলাইন লাইভ ক্লাসরুম, মেন্টরশিপ প্রোগ্রাম ইত্যাদি। 

ডিজিটাল স্কলারের প্রধান নির্বাহী কর্মকর্তা এন আলম মুন্না বলেন, ‘দেশের যুবসমাজের বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে তথ্যপ্রযুক্তি খাতে বিভিন্ন দক্ষতার উন্নয়নমূলক প্রশিক্ষণ নিয়ে কাজ করছি আমরা। একটি তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্রের সবচেয়ে বড় সাফল্য হলো, এখানে আসা শিক্ষার্থীদের স্বপ্নগুলো বাস্তবায়ন করা। সেই লক্ষ্যে আমরা দক্ষ মেন্টর দিয়ে শিক্ষার্থীদের পরিপূর্ণ সহায়তা দিয়ে যাচ্ছি।’