ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছে চট্টগ্রাম সমিতি-ঢাকা

প্রতিবছরের মতো এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছে চট্টগ্রাম সমিতি-ঢাকা। বুধবার (২০ অক্টোবর)  তোপখানা রোডস্থ চট্টগ্রাম সমিতি মিলনায়তনে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি স্মরণ করা হয়।

সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক  এম. ওয়াহিদ উল্লাহ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার আছরের নামাজের পর থেকে খতমে কোরআন, মাগরিব হতে তকরির ও বয়ান এবং সবশেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে মাহফিলে উপস্থিত মুসুল্লিদের তবারক বিতরণ করা হয়।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপপরিষদের আহ্বায়ক জয়নুল আবেদিন জামাল ও মাহফিল সঞ্চালনা করেন নির্বাহী সদস্য ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপপরিষদের সদস্য-সচিব মোহাম্মদ মনসুর আলী চৌধুরী।

মাহফিলে ‘মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য’ সম্পর্কে  তকরির ও বয়ান পেশ করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম ও ভারপ্রাপ্ত খতিব মুফতি মহিবুল্লাহিল বাকী নাদভী।  ‘সাহাবীদের যুগে মিলাদুন্নবী (সা.) উদযাপন’ সম্পর্কে আলোচনা করেন ঢাকার মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ মহিউদ্দীন। মিলাদ পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের প্রধান মুয়াযযিন ক্বারী মাসুদুর রহমান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতাল কমিটির চেয়ারম্যান আবু আলম চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল করিম, সাবেক সভাপতি ও সাবেক মুখ্য সচিব আবদুল করিম, সমিতির সহসভাপতি ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, সহসভাপতি গিয়াস উদ্দীন খান, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সফিউল আজম চৌধুরী, সদস্য সচিব মোজাম্মেল হক চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য মহিউল ইসলাম মহিম, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপদেষ্টা পরিষদের সদস্য এড. নাসরীন সিদ্দিকা লিনা, নির্বাহী পরিষদের অর্থ সম্পাদক মোহাম্মদ নাছের (নাছির), যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক ও মাহমুদ সালাহউদ্দীন চৌধুরীসহ আরও অনেকে।