বিশ্বমানের গবেষকদের তালিকায় সিআইইউর ড. নাঈম ও রেজাউল

বিশ্বমানের গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) দুই শিক্ষক। তারা হলেন- সিআইইউর বিজনেস স্কুলের ডিন ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ ও স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ রেজাউল করিম।

সম্প্রতি প্রকাশিত অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স-২০২১ এর বিশ্বমানের গবেষকদের তালিকায় উঠে এসেছে সিআইইউর এই দুই গবেষকের নাম। তাদের পাশাপাশি বিশ্বমানের গবেষকের তালিকায় মোট ৭ লাখ ৯ হাজার ৬৬৩ জনের নাম প্রকাশ করা হয়েছে। যার ভেতর বাংলাদেশ থেকে রয়েছেন ১ হাজার ৭৯৮ জন।

বিশ্বমানের গবেষকের তালিকায় সিআইইউর দুই শিক্ষকের নাম উঠে আসায় তাদের অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।