২ বছরের কম সময়ে দেশের সেরা বিটুবি ই-কমার্স ‘মোকাম’ 

প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডে দেশের সেরা বিটুবি ই-কমার্স প্লাটফর্ম হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘মোকাম’। ২০১৯ সালের ডিসেম্বরে যাত্রা শুরুর দু বছরেরও কম সময়ে এমন অভাবনীয় সাফল্য পেয়েছে প্রতিষ্ঠানটি। ‘মোকাম’ দেশীয় প্রযুক্তি-ভিত্তিক স্টার্ট-আপ শপআপের একটি উদ্যোগ। মোকাম দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৪৫ লাখ মুদি দোকানিদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চালকের আসনে নিয়ে আসার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

এত কম সময়ে এমন সাফল্য অর্জন সম্পর্কে মোকামের চিফ অফ স্টাফ জিয়াউল হক বলেন, শুরু থেকেই আমরা রিটেইলারদের সেরা সেবাটা দিয়ে যাওয়ার চেষ্টা করছি। সব পণ্য ঠিক দামে সহজেই মোকামে নিশ্চিত করতে পেরেছি বলেই আমাদের উপর আস্থা রেখেছেন দেশের লাখো রিটেইলার।

সম্প্রতি মোকামের মূল প্রতিষ্ঠান শপআপ ৬৪০ কোটি টাকার ‘সিরিজ বি’ বিনিয়োগ পায় যা দক্ষিণ এশিয়ায় বিটুবি কমার্স ব্যবসায় এযাবৎকালের সর্ববৃহৎ বিনিয়োগ। এর আগে ২০২০ সালের অক্টোবরে ১৯০ কোটি টাকার ‘সিরিজ এ’ বিনিয়োগ পেয়েছিল শপআপ।