মার্কেন্টাইল ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

পর্যটন খাতের হোটেল-মোটেল, থিম পার্কের কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের লক্ষ্যে ঋণ দিতে ওয়ার্কিং ক্যাপিটাল বা বিনিয়োগের বিপরীতে পুনঃঅর্থায়নের আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ডিপার্টমেন্ট অব অফসাহট সুপারভিশনের কনফারেন্স রুমে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্টে অব অফসাহট সুপারভিশন-এর মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাহট সুপারভিশন-এর উপ-মহাব্যবস্থাপক মো. আমিনুর রহমান চৌধুরী, যুগ্ম পরিচালক মো. লুৎফর হায়দার পাশা, উপ-পরিচালক মো. এস এম খালেদ আবদুল্লাহ এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সিআরএমডি ও এসএফইউ প্রধান শামীম আহমেদ ও এফএভিপি এএইচএম দিদারুল আলম।