এআইইউবি ক্যাম্পাসে নরওয়ের রাষ্ট্রদূত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ক্যাম্পাস পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন। গত ৮ নভেম্বর তাকে স্বাগত জানান এআইইউবি’র ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড লামাগনা। এরপর বিভিন্ন অনুষদের বিভাগসহ ক্যাম্পাস ঘুরে দেখানো হয়। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।

রাষ্ট্রদূত এবং এআইইউবি’র ভাইস চ্যান্সেলর নরওয়ের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত এ সময় নরওয়েতে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় সম্ভাবনার দিক তুলে ধরেন। এছাড়া তিনি এআইইউবি’র সবুজ ক্যাম্পাসের প্রশংসা করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন প্রকৌশল অনুষদ ডিন প্রফেসর ড. এবিএম সিদ্দিক হোসেন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তাজুল ইসলাম, প্রকৌশল অনুষদ সহযোগী ডিন প্রফেসর ড. আবদুর রহমান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. এবিএম রহমতুল্লাহ, অফিস অব স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক মনজুর এইচ খান, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড আইটি’র পরিচালক ড. দীপ নন্দী।