অ্যাপোলো ইন্টারন্যাশনালের পঞ্চম বর্ষপূর্তি 

ষষ্ঠ বছরে পদার্পণ করলো অ্যাপোলো ইন্টারন্যাশনাল। শনিবার (১ জানুয়ারি) প্রতিষ্ঠানটির ঢাকা রিজিওনাল অফিসে ছিল পঞ্চম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান। কেক কাটায় অতিথি হিসেবে অংশ নেন অস্ট্রেলিয়া ও কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এবং অনুপ্রেরণাদায়ক বক্তা সোলায়মান সুখন।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়া হেড অফিস থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন অ্যাপোলো ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক হাসান আব্দুল গোফরান। 

২০১৭ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করে অ্যাপোলো ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর এস এম রিদওয়ান কবির বলেন, ‘আমাদের সাফল্যের পেছনে রয়েছে আমাদের নিবেদিত কর্মীদের নিরলস শ্রম এবং সবার আস্থা ও ভালোবাসা।’

বর্তমানে বাংলাদেশ ও অস্ট্রেলিয়াসহ শ্রীলঙ্কা, ভারত, মালয়েশিয়া ও চীনে সেবা দিয়ে যাচ্ছে অ্যাপোলো ইন্টারন্যাশনাল। বর্তমানে তাদের সঙ্গে যুক্ত আছে বিশ্বের স্বনামধন্য প্রায় ৫০০ বিশ্ববিদ্যালয়, যেখানে পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে।