বাংলাদেশ নলেজ ফোরামের যাত্রা শুরু

জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যান্যদের সমন্বয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ নলেজ ফোরাম (বিকেএফ)। সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে এক আয়োজনে ফোরামের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক বেসামরিক কর্মকর্তা এবং অর্থনৈতিক বিশ্লেষক ড. পারভেজ ইমদাদ বিকেএফ-এর উদ্দেশ্য ব্যাখ্যা করেন— যার লক্ষ্য দেশের অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে অবদান রাখা।

বিকেএফ একটি জ্ঞান সহযোগিতা প্ল্যাটফর্ম, যা সরকারি ও বেসরকারি সম্পৃক্ততার মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা করবে উল্লেখ করে ড. পারভেজ ইমদাদ বলেন, ‘এটা আনন্দের বিষয় যে বাংলাদেশ নীতিগত পর্যায়ে জ্ঞান-অর্থনীতি এবং জ্ঞান-সমাজ প্রতিষ্ঠার কৌশল গ্রহণ করেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, একটি অ্যাডভোকেসি গ্রুপের প্রয়োজন আছে যা পাবলিক স্ট্র্যাটেজিকে পরিপূরক করে, বিশেষ করে এমন সময়ে যখন এলডিসি গ্রাজুয়েশন অর্জিত হচ্ছে।’

সংগঠনটির প্রথম নির্বাহী কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, ড. মোহাম্মদ পারভেজ ইমদাদ (সভাপতি), নিয়াজ রহিম (সিনিয়র সহ-সভাপতি), আলী আশফাক এবং অ্যাডভোকেট সীমা চৌধুরী (সহ-সভাপতি), অধ্যাপক ড. সামসাদ মর্তুজা (সাধারণ সম্পাদক), কাজী মো. মাহমুদ ফয়সাল (কোষাধ্যক্ষ), অ্যাডভোকেট সোলাইমান হোসেন, অর্থনীতিবিদ মো. গোলাম মর্তুজা এবং ইঞ্জি. মো. সাইদুর রহমান (নির্বাহী পরিচালক), রিজভী নেওয়াজ (যুগ্ম সাধারণ সম্পাদক), এবং নওশিবা অর্ণব (নির্বাহী সদস্য)।