একাদশ, কারিগরি ও ডিপ্লোমায় ভর্তি ফি পরিশোধ করা যাচ্ছে বিকাশে

২০২১-২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি, কারিগরি ও ডিপ্লোমা কারিকুলামে ভর্তির আবেদন ও নিবন্ধন ফি বিকাশ অ্যাপ থেকে প্রদান করা যাচ্ছে। অনলাইনে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন করা যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত। প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীরা বিকাশ অ্যাপ ব্যবহার করে নিবন্ধন ফি পরিশোধ করতে পারবেন।

http://xiclassadmission.gov.bd/ লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করা যাবে। বিকাশ অ্যাপ থেকে আবেদন ফি দিতে পে বিল অপশনে গিয়ে একাদশ শ্রেণি ভর্তি (XI Class Admission) ট্যাপ করতে হবে। এরপর বোর্ডের নাম, পাশের বছর নির্বাচন করে রোল নম্বর ও মোবাইল নম্বর দিন। ফি’র পরিমাণ চেক করে পরের স্ক্রিনে যেতে ট্যাপ করতে হবে। বিকাশ পিন নম্বর দিয়ে ট্যাপ করার পর মেসেজ ও ডিজিটাল রশিদ পাবেন আবেদনকারীরা। বিকাশ নম্বর থেকে পাওয়া এসএমএস পরবর্তী কার্যক্রমের জন্য সংরক্ষণ করতে হবে।

বিকাশ অ্যাপের পে বিল অপশনে গিয়ে ডিটিই (DTE) বা বিটিইবি (BTEB) নির্বাচন করে একই প্রক্রিয়ায় কারিগরি ও ডিপ্লোমায় ভর্তির আবেদন করা যাবে।

https://www.bkash.com/class11-admission লিংকে ক্লিক করে ফি প্রদানের বিস্তারিত তথ্য জেনে নিন।

প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীরা ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে ফি পরিশোধ করতে পারবেন। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়েও আবেদন ও নিবন্ধন ফি বিকাশ অ্যাপ থেকে পরিশোধ করা যাবে।