বাণিজ্য মেলায় বিকাশে প্রবেশ টিকিট কিনেছেন ও বাস ভাড়া দিয়েছেন বিপুলসংখ্যক দর্শনার্থী

পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে মাসব্যাপী অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইটিএফ) বিভিন্ন ক্ষেত্রে বিকাশ সেবা নিতে গ্রাহকরা ব্যাপক সাড়া দিয়েছেন। বুধবার (২ ফেব্রুয়ারি) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানটি।

জানা গেছে, বাণিজ্য মেলায় ২ লাখ ৬৬ হাজার দর্শনার্থী বিকাশের মাধ্যমে প্রবেশ টিকিট কিনেছেন। বিকাশ ব্যবহার করে বিআরটিসি বাসের টিকিট কিনেছেন ৭০ হাজার দর্শনার্থী। মোটরসাইকেল পার্কিংয়ের বিল পরিশোধে বিকাশ বেছে নিয়েছেন প্রায় ১১ হাজার দর্শনার্থী। এছাড়া মেলার বিভিন্ন স্টল থেকে পণ্য কিনে বিকাশের মাধ্যমে অর্থ দিয়ে ৫ শতাংশ ক্যাশব্যাক উপভোগ করেছেন অসংখ্য দর্শনার্থী।

প্রতিবারের মতো এবারও মেলা প্রাঙ্গণে বিকাশ বুথে বিনামূল্যে অ্যাকাউন্ট খোলার সুযোগ ছিল। এতে যেকোনও ধরনের গ্রাহক সেবা নেওয়াসহ ক্যাশ ইন ও ক্যাশ আউটের ব্যবস্থা রাখা হয়।

বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী বলেন, ‘মোবাইল আর্থিক সেবায় বদলে যাচ্ছে মানুষের দৈনন্দিন লেনদেনের অভ্যাস। অভ্যস্ততা বাড়ছে ক্যাশবিহীন লেনদেনে। তারই প্রতিফলন দেখা গেলো এবারের বাণিজ্য মেলায়। মেলায় আসা-যাওয়ার ক্ষেত্রে বাসের টিকিট, প্রবেশ টিকিট, মোটরসাইকেল পার্কিং ফি এবং বিভিন্ন পণ্য কিনে মূল্য পরিশোধসহ সবকিছুতে গ্রাহকদের আগ্রহ ছিল বিকাশে লেনদেনে। আগামীতে বাণিজ্য মেলায় বিকাশ সেবার পরিসর আরও বৃদ্ধিতে উদ্যোগ নেবো আমরা।’