বিকাশ অ্যাপ দিয়ে সঞ্চয় শুরু আইডিএলসিতে

দেশের যেকোনও জায়গা থেকে বিকাশ অ্যাপের মাধ্যমে আইডিএলসি ফাইন্যান্সের ডিজিটাল সেভিংস সেবা গ্রহণ করা যাচ্ছে। ইতোমধ্যে জনপ্রিয় হয়ে উঠছে সেবাটি। গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর থেকে এর আওতায় এখন পর্যন্ত ৯০ হাজার গ্রাহক প্রায় ১৪ কোটি টাকা সঞ্চয় করেছেন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিকাশ।

জানা যায়, গ্রাহকরা প্রয়োজনে সঞ্চয়ের তিন মাস পর যেকোনও পর্যায়ে জমা করা টাকা বিকাশ অ্যাপের মাধ্যমে তুলে নিতে পারেন। সঞ্চয়ের মেয়াদ পূর্ণ হওয়ার পর মুনাফাসহ পুরো টাকা ক্যাশআউট করা যাবে কোনও খরচ ছাড়াই।

সঞ্চয় সেবা চালুর জন্য বিকাশের ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয়’ বা সেভিংস অপশনে ক্লিক করতে হবে। বর্তমানে মাসে ৫০০, এক হাজার, দুই হাজার এবং তিন হাজার টাকা কিস্তিতে সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ চার বছর মেয়াদে সঞ্চয়ী প্রকল্প থেকে সঞ্চয় করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন সেবায় বিকাশ অ্যাকাউন্ট থেকে সঞ্চয়ের কিস্তি স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত তারিখে আইডিএলসিতে জমা হয়ে যায়। নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় টাকা বিকাশ হিসাবে রাখতে গ্রাহককে বার্তা দেওয়া হয়। জমার পরিমাণ, সঞ্চয়ের সময় এবং মুনাফার পরিমাণ অ্যাপ থেকেই দেখা যাবে।

বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদের দৃষ্টিতে, ‘আইডিএলসি ও বিকাশ সঞ্চয় চর্চায় প্রযুক্তির মাধ্যমে স্বাচ্ছন্দ্য নিয়ে এসেছে। অল্প অঙ্কের সঞ্চয় করার এই সুযোগ সবশ্রেণির মানুষের সামগ্রিক সঞ্চয় বৃদ্ধিতে সহায়ক হবে।’

আইডিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ জাভেদ নূর মনে করেন, বাংলাদেশে প্রথমবারের মতো এমন সঞ্চয়ের সুযোগ আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থাকা জনগোষ্ঠীর মধ্যে সাড়া জাগাতে সক্ষম হয়েছে। তার আশা, দেশের অর্থনীতির কাঠামোগত পরিবর্তন ও ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণের লক্ষ্যে এই সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।