বিকাশের ডিজিটাল পে-রোল সল্যুশন ব্যবহার করবে ডিজিগো

এখন থেকে দেশের শীর্ষস্থানীয় এইচআর সফটওয়্যার ‘ডিজিগো’-র ব্যবহারকারীরা বিকাশের ডিজিটাল পে-রোল সেবার মাধ্যমে তাদের কর্মীদের বেতন দিতে পারবেন। সম্প্রতি, ডিজিগো’র উদ্যোক্তা প্রতিষ্ঠান এসবিজনেস-এর সঙ্গে বিকাশের এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়।

বিকাশ-এর প্রধান কার্যালয়ে চুক্তি সই করেন সেবা প্ল্যাটফর্ম লিমিটেড-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আদনান ইমতিয়াজ হালিম এবং বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ। এসময় আরও উপস্থিত ছিলেন বিকাশ-এর হেড অফ পে-রোল বিজনেস এটিএম মাহবুব আলম, সেবা প্ল্যাটফর্ম-এর অঙ্গপ্রতিষ্ঠান এসবিজনেস-এর ভাইস প্রেসিডেন্ট ইসা আবরারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিজিগো একটি গ্লোবাল স্ট্যান্ডার্ড অ্যাপ যা যেকোনও কোম্পানির এইচআর সংক্রান্ত সমস্যাগুলো স্বয়ংক্রিয়ভাবে সমাধান করে থাকে।

উল্লেখ্য, বিকাশ পে-রোল সল্যুশন ব্যবহার করে কর্মীদের সরাসরি বেতন-ভাতা দেওয়া জনপ্রিয়তা পেয়েছে। ইতোমধ্যে দেশের প্রায় আট শতাধিক প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে তাদের কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করছে।