ইউল্যাবের এমবিএ এবং ইএমবিএ শিক্ষার্থীদের মিট-আপ

করোনা মহামারির কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন খুলতে শুরু করেছে ঠিক তখনই ছয়টি অনলাইন এমবিএ এবং ইএমবিএ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে একটি মিট-আপের ব্যবস্থা করেছে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। মিট-আপে অংশ নেওয়া শিক্ষার্থীদের কেউ কাউকে আগে সামনা-সামনি দেখেনি। এই মিট-আপে বিভিন্ন বিভাগের প্রধানসহ শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

শনিবার (১৯ মার্চ) ইউল্যাবের এমবিএ প্রোগ্রামের পরিচালক আসিফ উদ্দিন আহমেদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মিট-আপের উদ্দেশ্য ছিল ইউল্যাবের এমবিএ এবং ইএমবিএ কমিউনিটিকে শক্তিশালী ও নেটওয়ার্ক বিকাশে সহায়তা করাসহ ইউল্যাবের পরিকল্পনা শেয়ার করা। মহামারির পরের বিশ্বে ব্যবসায় প্রশাসনে স্নাতক শিক্ষার্থীদের কর্মজীবনে এগিয়ে যেতে সহায়তা করবে এই মিট-আপ। ১৫০ জনেরও বেশি এমবিএ এবং ইএমবিএ শিক্ষার্থী এই প্রোগ্রামে অংশ নিয়েছিল। এসময় প্রথমবারের মতো ব্যাচের বন্ধু ও বিভাগের শিক্ষকদের সঙ্গে সরাসরি দেখা করতে পারার আনন্দ ও উচ্ছ্বাস সবাই ভাগাভাগি করে নেয়।IMG_6092

স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর রেহান আহমেদ অনুষ্ঠানটির উদ্বোধন করেন।  কীভাবে করোনার এই দীর্ঘায়িত সঙ্কটের চাপ প্রতিটি ব্যক্তি আলাদা উপায়ে প্রকাশ ও মানিয়ে নিয়েছেন—তিনি তা উল্লেখ করেন। শিক্ষার্থীরা একা নয় এবং এখন কথা বলার ও সমর্থন পাওয়ার সময়, একথা তাদের মনে রাখতে হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে এমবিএ প্রোগ্রামের পরিচালক আসিফ উদ্দিন আহমেদ যোগাযোগ ও নেটওয়ার্কিং ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। একজন বর্তমান বা উচ্চাকাঙ্খী এমবিএ শিক্ষার্থী তার ক্যারিয়ারকে এগিয়ে নিতে যা করতে পারে তার মধ্যে একটি হলো নেটওয়ার্ক। তিনি চাকরির বাজারের বর্তমান পরিস্থিতিরি উপর সংক্ষিপ্ত বর্ণনা দেন।

ইউল্যাবের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের স্বাগত জানান। তিনি ইউল্যাবে এমবিএ প্রোগ্রামের ভবিষ্যৎ এবং কীভাবে স্নাতক ব্যবসায়িক প্রোগ্রাম একটি বিজনেস স্কুলের ব্র্যান্ডকে সংজ্ঞায়িত করে সে সম্পর্কে তার মতামত উপস্থাপন করেন। ইউল্যাবের এমবিএ ও ইএমবিএ শিক্ষার্থীদের উন্নয়নের পথ প্রশস্ত করার জন্য ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আশা নিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।