প্রিমিয়ার ব্যাংকে ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকাল ১১টায় ছিল এই আয়োজন। সভায় নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন এবং ১২.৫০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল। এতে অংশগ্রহণ করেন ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল।

এ ছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন–সংসদ সদস্য বি এইচ হারুন, সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, মোহাম্মদ ইমরান ইকবাল, জামাল জি আহমেদ, শায়লা শেলী খান, স্বতন্ত্র পরিচালক নব গোপাল বনিক, বিকল্প পরিচালক এ এইচ এম ফেরদৌস, ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, কোম্পানি সচিব মো. আকরাম হোসাইন, স্বতন্ত্র পরিচালক কায়সার আহমেদ চৌধুরী ও শেয়ারহোল্ডাররা।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. রিয়াজুল করিম সভায় ২০২১ সালের পারফর্মেন্স রিপোর্ট উপস্থাপন করেন।

সভাপতির বক্তব্যে ডা. এইচ. বি. এম. ইকবাল, ব্যাংকের গ্রাহক ও শেয়ারহোল্ডারবৃন্দ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং গণমাধ্যমসহ সবার অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান ও সুস্থতা কামনা করেন। এছাড়াও তিনি গ্রাহকদের জীবনে ভ্যালু তৈরির মাধ্যমে আগামী দিনগুলোতে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে ব্যাংকের সবাইকে একযোগে কাজ করার আহ্বান  জানান।