বিএফআইইউ’র ২০ বছর পূর্তি উপলক্ষে বিকাশের ‘এএমএল-সিএফটি সপ্তাহ’ উদযাপন

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আয়োজিত ‘বাংলাদেশে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে বিএফআইইউ’র ২০ বছর’ পূর্তি উপলক্ষে ‘এএমএল-সিএফটি সপ্তাহ’ উদযাপন করছে মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান বিকাশ।

বুধবার (৮ জুন) বিকাশের প্রধান কার্যালয়ে সপ্তাহব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর। এ সময় চিফ এক্সটারনাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার ও চিফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.)-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘এএমএল-সিএফটি সপ্তাহ’ উদযাপনের আওতায় সপ্তাহব্যাপী ওয়ার্কশপ, সেন্ট্রাল কমপ্লায়েন্স কমিটির মিটিং, গ্রাহক সেবা কেন্দ্রসহ এজেন্ট-ডিস্ট্রিবিউটর-মার্চেন্ট পয়েন্টে প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে বিকাশ।