ভারতের গুয়াহাটিতে হাতিলের শোরুম উদ্বোধন

ভারতের গুয়াহাটিতে হাতিলের ২৬তম শোরুম উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জুন) ছিল এই আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা ও সমাজকর্মী মিসেস অ্যামি বড়ুয়া। এছাড়াও ছিলেন হাতিল বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মিজানুর রহমান।

ভারতের অন্যান্য শোরুম, পুনে থেকে অজয় যাদব এবং আইজল থেকে টোবাইস বেন্ডে অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন। এছাড়াও হাতিলের ফ্র্যাঞ্চাইজির বিষয়ে আগ্রহীদের মধ্যে নাগাল্যান্ড থেকে পঙ্কজ সিং, সঞ্জীব শর্মা ও নবীন শেঠি, হায়দারাবাদ থেকে মাহমুদ রাফি শেখ এবং আহমেদাবাদ থেকে সাবির শেখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

৪ হাজার ৫০০ বর্গফুট ডিসপ্লের শোরুমটি গুয়াহাটির বৃহত্তম গ্লোবাল ব্র্যান্ডের আসবাবপত্র শোরুমগুলোর একটি। হাতিলের ফ্র্যাঞ্চাইজি পার্টনার কে থ্রি হরাইজন পরিচালিত এই শোরুমে লিভিং, ডাইনিং এবং বেডরুমের আসবাবপত্রের কালেকশন প্রদর্শন করা হয়েছে।

হাতিল কমপ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলনে, ‘ভারত বিশ্বের বৃহত্তম আসবাবপত্র বাজারগুলোর একটি। এখানে ইতিবাচক সাড়া পেয়ে আমরা আনন্দিত।’