অনলাইন ভ্যাট নিবন্ধন এবং মাসিক রিটার্ন জমার ওপর প্রশিক্ষণ কর্মসূচি

বাণিজ্য মন্ত্রণালয়ের মিলেনিয়াম লক্ষ্য অর্জনের জন্য বার্ষিক রফতানি বৃদ্ধির জন্য অনুষ্ঠিত হলো অনলাইন ভ্যাট নিবন্ধন এবং মাসিক রিটার্ন জমার ওপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি। এতে অংশ নিয়েছেন সারা দেশের পেট ফ্লেক্স রফতানিকারকদের পক্ষে চল্লিশের বেশি প্রশিক্ষণার্থী।

রফতানি বর্ধিতকরণ প্রকল্পের আওতায় প্লাস্টিক প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় গত ১১ জুন বাংলাদেশ পেট ফ্লেক্স ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সেমিনার কক্ষে ছিল প্রশিক্ষণটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্লাস্টিক গুড্স ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ, বাংলাদেশ পেট ফ্লেক্স ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমূল হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে প্লাস্টিক প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের কর্মকর্তা মিসেস ফাতেমা নার্গিস।