বাবা দিবসে অনাথ শিশুদের পাশে ফ্রেশ হ্যাপি ন্যাপি

বাবা দিবসে অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে ফ্রেশ হ্যাপি ন্যাপি প্যান্ট ডায়াপার। শনিবার (১৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনাথ শিশুদের নিয়ে বেসরকারি প্রতিষ্ঠান এসওএস শিশু পল্লী পরিচালিত সমীক্ষা মতে বাংলাদেশে অনাথ শিশুর সংখ্যা প্রায় ৪৪ লাখ। এই শিশুদের বিশাল অংশই কোনোদিন জানতে পারেনি বাবা কী। সরকারি-বেসরকারি কিছু উদ্যোগ থাকলেও অনাথ শিশুদের কল্যাণকর জীবনযাপনের জন্য তা যথেষ্ট নয়। তাদের পাশে দাঁড়াতে বাবা দিবসে ফ্রেশ হ্যাপি ন্যাপি প্যান্ট ডায়াপার তুলে ধরেছে মানবিক এক আহ্বান। তাদের কথা, ‘আমাদের সন্তানদের কথা ভাবার পাশাপাশি অনাথ শিশুদের নিয়েও একবার চিন্তা করার অনুরোধ।’

এরই লক্ষে প্রতিষ্ঠানটি তার ফেসবুক পেজে একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় ফ্রেশ হ্যাপি ন্যাপি প্যান্ট ডায়াপার বিক্রি থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ তারা পৌঁছে দিচ্ছে অনাথ শিশুদের কল্যাণে।