‘উপায়’ একাউন্টে কর্মীদের বেতন দেবে প্রাণ-আরএফএল গ্রুপ

মোবাইল আর্থিক সেব দানকারী প্রতিষ্ঠান ‘উপায়’-এর মাধ্যমে কর্মীদের বেতন দেবে প্রাণ-আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটির বিভিন্ন কারখানার কর্মীরা বেতন পাবেন তাদের নিজ নিজ ‘উপায়’ একাউন্টে। বৃহস্পতিবার (২৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়াও ‘উপায়’-এর গ্রহকরা তাদের একাউন্ট ব্যবহার করে প্রাণ-আরএফএল গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান যেমন-বেষ্ট বাই, ভিশন ইলেক্ট্রনিকস, ওয়াকার (ফুটওয়ার), টেষ্টি ট্রিট, মিঠাই, রিগাল ফার্নিচার, ডেইলি শপিং, অথবা ডট কম-এর ১৮০০-এর বেশি আউটলেট থেকে কেনাকাটা করতে পারবেন।

‘উপায়’-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রেজাউল হোসেন এবং প্রাণ-আরএফএল গ্রুপের চিফ ফাইনান্সিয়াল অফিসার উজমা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত একটি চুক্তি সই করেন। বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে এর আয়োজন করা হয়। উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

চুক্তি সই অনুষ্ঠানে রেজাউল হোসেন বলেন, ‘আশা করি, প্রাণের কর্মীরা নির্বিঘ্নে ‘উপায়’-এর সেবা উপভোগ করতে পারবেন।’

উজমা চৌধুরী বলেন, ‘আমাদের কর্মীদের সুবিধা হবে এমন কিছু অনন্য ফিচার থাকায় আমরা ‘উপায়’-কে নির্বাচন করেছি।’