এআইইউবি ও গুজরাট ন্যাশনাল ল’ ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও ভারতের গুজরাট ন্যাশনাল ল’ ইউনিভার্সিটির (জিএনএলইউ) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। ১ আগস্ট এআইইউবি ক্যাম্পাসে ছিল এই আয়োজন। রবিবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

জিএনএলইউ’র পক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর সঞ্জীবী শান্তকুমার এবং এআইইউবি’র পক্ষে আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. তসলিমা মনসুর এআইইউবি’র মুট কোর্টে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমাঝোতা স্মারক সই করেন। এ সময় ছিলেন কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. তাজুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকতারা।

জিএনএলইউ আইন প্রোগ্রাম বিষয়ক উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। এআইইউবি ও জিএনএলইউ ভবিষ্যতের উচ্চশিক্ষা পরিচালনার ক্ষেত্রে পারস্পারিক শিক্ষা কার্যক্রম, কর্মপরিকল্পনা ও গবেষণা বিষয়ে শিক্ষা বিনিময় ও সহযোগিতা আদান-প্রদানের লক্ষে সমঝোতা স্মারক সই করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।