বাংলাভাষীদের জন্য ডুয়োলিঙ্গোর ইংরেজি কোর্স

ভাষা শিক্ষা অ্যাপ ডুয়োলিঙ্গো তাদের প্ল্যাটফর্মে বাংলাভাষীদের জন্য প্রথমবারের মতো চালু করেছে ইংরেজি ভাষা শিক্ষা অ্যাপ। এটি বাংলায় ব্যবহার করে সহজে ইংরেজি শেখা যাবে। বাংলাদেশসহ পৃথিবীর যেকোনেও বাংলাভাষী মানুষ এখন থেকে ডুয়োলিঙ্গো অ্যাপে বিনামূল্যে ইংরেজি শিখতে পারবেন। অ্যাপটি আইওএস, অ্যান্ড্রয়েড ও ওয়েব থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে। বুধবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ত্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশিরা নিজস্ব ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে যেমন গর্ববোধ করেন, তেমনই আন্তর্জাতিক ভাষাও শিখে চলেছেন। এর মধ্যে কয়েকটি জনপ্রিয় ভাষা হলো-ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, জার্মান, কোরিয়ান ও জাপানি।

বিভিন্ন কারণে বাংলাদেশিরা নতুন ভাষা শিখে থাকেন। এর মধ্যে ব্যক্তিগত ও পেশাগত উন্নতি অর্জন একটি প্রধান কারণ। ডুয়োলিঙ্গোর লক্ষ্য হলো– বিভিন্ন ভাষা শিক্ষার মাধ্যমে মানুষকে বিনামূল্যে, আনন্দের সঙ্গে আর্থিক ও ব্যক্তিগত সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।

ডুয়োলিঙ্গোতে বাংলা অন্তর্ভুক্তির প্রসঙ্গে এর মুখপাত্র করণদীপ সিং কাপানি বলেন, ‘এখানে ইংরেজি শেখাকে সাধারণত খুব কঠিন মনে করা হয়। কিন্তু অনেকেই এটা বোঝেন না, স্থানীয় উপমহাদেশীয় ভাষাগুলো অনেক বেশি জটিল। যার তুলনায় ইংরেজি ভাষা সহজ। ইন্টারনেট ও ডিজিটালাইজেশনের চাহিদা বৃদ্ধির ফলে বাংলাদেশ হলো এমন একটি বিশাল বাজার, যেখানে সেবা সম্প্রসারণের জন্য আমরা মুখিয়ে আছি। এর মাধ্যমে আমরা আরও বেশি আঞ্চলিক ও স্থানীয় ভাষার সঙ্গে যুক্ত হতে পারবো।’

ডুয়োলিঙ্গোতে ইংরেজি শেখা অনেকটা গেমস খেলার মতো। ব্যবহারকারীরা বিভিন্ন ধাপে পয়েন্ট অর্জন করবেন এবং পরবর্তী ধাপে পৌঁছাবেন। এর ভেতরেই ইংরেজিটা শেখা হয়ে যাবে। অ্যাপটিতে মেশিন লার্নিং ব্যবহার করে শিক্ষার্থীদের ব্যক্তিগত প্রয়োজন অনুসারে পাঠ্যক্রম দেওয়া হবে।