পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসে শোক দিবস স্মরণে আলোচনা সভা

পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) এক আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আব্দুল হামিদ, পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সই করা বাণী পাঠ করে শোনানো হয়েছে। এছাড়া দিবসটির প্রতিপাদ্য তুলে ধরে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের কর্মকর্তা কামিল। এতে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও কর্ম তুলে ধরে দূতাবাসের পক্ষে বক্তব্য রাখেন মিস আশা। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সূচনা বক্তব্য রাখেন শেখ এরশাদুর রহমান। এছাড়া পোল্যান্ডে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে মোহাম্মদ মুনিরুজ্জামান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– বাংলাদেশের অনারারী কনসাল ওমর ফারুক, ইপিবিএ’র পোল্যান্ড শাখার সভাপতি খলিলুর কাইয়ূম এবং কমিউনিটির পক্ষ কাজী সাইফুদ্দিন।