ফটোফি বর্ষসেরা আলোকচিত্রী ইমন

১১তম ‘ফটোফি বর্ষসেরা আলোকচিত্রী পুরস্কার’ পেয়েছেন তরুণ আলোকচিত্রী ইমন মোস্তাক আহমেদ। ইমন তার ‘ইন দ্য সার্চ অব লস্ট হারমোনি’ শিরোনামের ফাইন-আর্ট ফটোগ্রাফির জন্য এই সম্মাননা পেলেন।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ঢাকার ফটোফি একাডেমি অব ফাইন-আর্ট ফটোগ্রাফি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোকচিত্রী শফিকুল আলম কিরণ, ফটোসাংবাদিক ও গবেষক সাহাদাত পারভেজ, আলোকচিত্রী জয় কে রায় চৌধুরী প্রমুখ।

ইমনের জন্ম লালমনিরহাটে। জীবিকার তাগিদে তাকে ঢাকায় পাড়ি জমাতে হয়। কিন্তু তিনি তার সবুজেমোড়া গ্রামকে ভুলে যায়নি। ইট-পাথরের শহরের অলি-গলিতে তিনি তার ফেলে আসা প্রকৃতিকে খুঁজে বেড়ান। কয়েক বছর ধরে তিনি মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করছেন প্রকৃতির শহুরে রূপ। তারই প্রতিফলন ঘটেছে ‘ইন দ্য সার্চ অব লস্ট হারমোনি’-তে।

পুরস্কার হিসেবে ইমন মোস্তাক আহমেদ পেয়েছেন একটি ক্রেস্ট, সার্টিফিকেট ও ২০ হাজার টাকা।