আন্তর্জাতিক প্রবীণ দিবসে সমাজসেবা অধিদফতরের কর্মসূচি

‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ প্রতিপাদ্যে আগামী ১ অক্টোবর সারা বিশ্বের মতো বাংলাদেশেও উদযাপিত হবে আন্তর্জাতিক প্রবীণ দিবস। 

দিবসটি উদযাপন উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের রাজধানীর আগারগাঁওয়ে অবস্থতি সমাজসেবা অধিদফতর অনুষ্ঠানের নানা কর্মসূচি হাতে নিয়েছে।

অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ প্রধান অতিথি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বছর বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দেশব্যাপী দিবসটি উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে।

উল্লেখ্য, ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ১ অক্টোবরকে আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে ঘোষণা করে।