ইউল্যাবে ডেঙ্গু সচেতনতা তৈরিতে অনলাইন সেমিনার

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ‘ডেঙ্গু সচেতনতা তৈরি’ শীর্ষক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ৮ নভেম্বর বিকাল ৪টায় ছিল এই আয়োজন। ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব এই আয়োজন করে। রবিবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেশনটি পরিচালনা করেন সিনিয়র মেডিক্যাল অফিসার (স্টুডেন্ট অ্যাফেয়ারর্স অফিস) ড. আফসানা ইসলাম। ইউল্যাবের সব শিক্ষার্থীর জন্য এটি উন্মুক্ত ছিল।

সেমিনারে ড. আফসানা ইসলাম ডেঙ্গুর সংজ্ঞা, প্রতিরোধের পদক্ষেপ, ডেঙ্গুর চিকিৎসা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সারা দেশে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু মহামারির মতো অবস্থা তৈরির বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানান। তার মতে, এই সময়ে প্রতিরোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলির বিষয়ে অগ্রাধিকার দেওয়া উচিত। অধিবেশন শেষে একটি প্রশ্ন উত্তর পর্ব ছিল। সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং ডেঙ্গু নিয়ে তাদের অভিজ্ঞতার কথা জানান।