রাইজিং গ্রুপের ২৫ বছর পূর্তি

কর্মী-মালিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার প্রত্যয় এমডির

বাংলাদেশের একটি বৃহৎ সমন্বিত টেক্সটাইল ও পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাইজিং গ্রুপ ২৫তম বর্ষপূর্তি উদযাপন করেছে। সোমবার (৫ ডিসেম্বর) ঢাকায় প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে এ উদযাপন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএমইএর পরিচালক মাহমুদ হাসান খান বাবু এবং প্রতিষ্ঠানটির সর্বস্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আমরা কর্মী-মালিক সম্পর্ককে পরবর্তী স্তরে নিতে চাই। আমাদের কর্মীরা প্রতিষ্ঠানকে ভালোবাসেন বলেই করোনা মহামারিতেও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। অস্থিরতায় এক দিনও বন্ধ হয়নি আমাদের শিল্পের চাকা। সম্পূর্ণভাবে রাইজিং গ্রুপের তত্ত্বাবধানে প্রতিটি কর্মীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমরা করোনা টিকা, হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন নিশ্চিত করেছি। এ ছাড়া সব কর্মীই একটি সুন্দর কর্মীবান্ধব পরিবেশে ঘনিষ্ঠভাবে কাজ করে।’

মাহমুদ হাসান খান কর্মীদের উদ্দেশে বলেন, ‘এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাইজিং গ্রুপ এখন অনেক মানুষের আস্থার নাম। আমি যখন প্রথম এই প্রতিষ্ঠান শুরু করি তখনই আমার ইচ্ছে ছিল দেশ, দেশের মানুষ এবং সমাজে নিজের সাধ্যমত ইতিবাচক অবদান রাখবো। সেই লক্ষ্য সামনে রেখেই আমি কাজ করে গিয়েছি। আজ রাইজিং গ্রুপের এই সফলতার দিনে বলতে চাই এই সাফল্য শুধু আমার না, আমার সাথে কাজ করা হাজারও কর্মীর। তাদের নিরলস পরিশ্রম এবং অবদানেই আমরা এই সাফল্যের চূড়ায় আসতে পেরেছি। ভবিষ্যতেও আমরা চাই আমাদের সাফল্যের ধারা অব্যাহত থাকুক। আশা করছি, আগামীতে রাইজিং গ্রুপ আরো কর্মীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা এখন কর্মচারী ও কর্মকর্তাদের জন্য আরও সুবিধার ব্যবস্থা করার জন্য এগিয়ে যাচ্ছি। সম্পদশালী প্রতিষ্ঠান না হয়ে বাংলাদেশে সম্মানিত প্রতিষ্ঠান হিসেবে টিকে থাকাই আমাদের মূল লক্ষ্য।’

১৯৯৭ সালে ঢাকার মিরপুরে একটি ছোট ভাড়া করা ভবন থেকে মাত্র ১২০টি সেলাই মেশিন দিয়ে রাইজিং গ্রুপের যাত্রা শুরু হয়, বর্তমানে মিরপুর, আশুলিয়া, ধামরাই, গাজীপুর এবং মানিকগঞ্জে মোট ১৩টিসহ প্রতিষ্ঠানে নিজস্ব কমপ্লেক্সে প্রায় ১৪ হাজার কর্মীর পরিবার রাইজিং গ্রুপ।

রাইজিং গ্রুপ মূলত একটি তৈরি পোশাক শিল্প হিসেবে যাত্রা শুরু করেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বর্তমানে রাইজিং গ্রুপ স্পিনিং, নিটিং, ডাইং, ফিনিশিং, এমব্রয়ডারি এবং প্রিন্টিং থেকে শুরু করে পোশাক, আনুষঙ্গিক এবং পোশাক খাতে প্যাকেজিং পর্যন্ত ওয়ান-স্টপ সমাধান অফার করছে। এ ছাড়া রাইজিং গ্রুপের লিজিং এবং ইকোনমিক জোন খাতে অধিভুক্ত ব্যবসা রয়েছে।