চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৬ জন

সাহিত্যের বিভিন্ন শাখা ও সংগঠন প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় ছয়জনকে ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২২’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সেগুনবাগিচায় ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২২’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যারা ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২২’-এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন তারা হলেন, প্রবন্ধ ও গবেষণায় গাউসুর রহমান, কবিতায় সেলিনা শেলী, কথাসাহিত্যে সাদিয়া সুলতানা, শিশুসাহিত্যে তৌহিদ এলাহী, তরুণ কবি শাখায় শাহিন সপ্তম ও সংগঠনে জয়দুল হোসেন।

‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২২’ কমিটির সদস্য সচিব প্রতীক মাহমুদ বলেন, ‘আগামী ২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩টায় কাঁটাবনের ‘কবিতা ক্যাফে’তে মনোনীত ব্যক্তিদের পুরস্কারের ক্রেস্ট, সনদ ও উত্তরীয় প্রদান করা হবে।’